সবই যেনো হয়ে গেছে পর
মোঃ আলী আক্কাস তালুকদার
এখন আর কেহই যেনো কারোওনা-
ধন-সম্পদ না থাকলে বাড়ে শুধুই তাড়না।
জীবন বড়ই আনন্দময়,
শুধু তখনই উপলব্দি হয়।
যখন থাকেনা কোনোই সংশয়!
একটা সময় ছিলো অপরের উপর ভর,
এখন সবই যেনো হয়ে গেছে পর!
কেহই কারো রাখেনা খবর।
কি ভাই- কি বোন’ অন্যান্য আত্বীয় স্বজন-
শ্বশুড়ালয়ের অবস্হা ভালো থাকলে,
খাটাইবে গোলামের মতন,
কত-যে খোঁচা মারবে যখন তখন।
এই সবই ঘটে শুধু অভাবের কারন।
তখনই আক্রমণ করে মানসিক টেনশান।
সহিতে না পারলেও সহিতেই হয়,
নিষ্ঠুর দারিদ্রের কারন।