বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১১.৩৪ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ওরফে শহিদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ৷
গ্রেপ্তারকৃত আ’লীগ নেতা শহিদুল্লাহ উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি গ্রামের বাসিন্দা মরহুম হাজী নুর মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গৌরীপুর-হোমনা সড়কে ছাত্র জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ এবং হামলা করার অভিযোগে দায়ের করা মামলায় শহিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীরা বলেন, শহিদুল্লাহ আ’লীগের আমলে বিএনপির নেতাদের মিথ্যা মামলা দিতে নামের তালিকা দিয়ে সহযোগিতা করতো একই সাথে মামলার ভয় দেখিয়ে অবৈধ অর্থ বাণিজ্য করতেন এলাকায়।
তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ বলেন, উপজেলা পরিষদের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর বিস্ফোরক নিক্ষেপ ও হামলা করার অভিযোগে দায়ের করা মামলায় আ’লীগ নেতা শহিদুল্লাহ কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com