সিএনএমঃ
ঢাকার মোহাম্মদপুরে এক বাসা থেকে জমি বিক্রির ৪০ লাখ টাকা চুরির ঘটনায় গৃহকর্মী আকলিমা (৪১) কে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ২৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ জুন মোহাম্মদপুরের খিলজি রোডের বাসিন্দা নাছির উদ্দীনের বাসায় সবার অনুপস্থিতিতে আলমারিতে রাখা টাকা চুরি করে পালিয়ে যায় গৃহকর্মী আকলিমা। টাকা ছিল জমি বিক্রির।
চুরির ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান।
তিনি তথ্য-প্রযুক্তির সহায়তায় দুই দিন ধরে তদন্ত চালিয়ে ঝিনাইদহে আসামির অবস্থান শনাক্ত করেন। পরে সেখানকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা সহ আকলিমাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, এখনো বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।