রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পূর্বাচল উপশহরে জবাই করা পাঁচটি ঘোড়ার মাংস জব্দ আটক ১

  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫.৫৭ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে জবাই করা পাঁচটি ঘোড়ার মাংস জব্দ ও একজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

গতকাল সোমবার (৩০ জুন) দিনগত গভীর রাতে ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম ফয়েজ মিয়া। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশা দেখতে পান। সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

পরে প্লটের ভেতর ঢুকে আনসার সদস্যরা দেখতে পান, পাঁচটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসার সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ফয়েজ মিয়া নামের ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, রাতের টহল চলাকালে একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু লোক দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ঘোড়া জবাই করা অবস্থায় দেখা যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পলাতকদের শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com