মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আশুরা ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২.০৭ পিএম
  • ৭৭ বার পড়া হয়েছে
সিএনএমঃ

আশুরা ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর পুরান ঢাকার লালবাগে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত ব্রিফিং এবং নজরদারি বাড়াতে হোসাইনি দালান ইমামবাড়া ভবন পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আশুরা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্নক রেছে ধর্ম মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, এবারও মহররম পালন বা তাজিয়া মিছিলে কোনো ধরনের ধাতব পদার্থ, ছুরি, তলোয়ার, আতশবাজি বহন করা যাবে না।

শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহররম পালনের (মুসলমানদের আশুরা পালন) নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে উল্লেখ করে বলেন, এ উপলক্ষে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। আর অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত হোসাইনি দালানের প্রবেশমুখে অতিরিক্ত তল্লাশিও করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com