পটুয়াখালীর আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুর রহমান ওরফে গুড্ডু আরিফকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর আশুলিয়া থেকে র্যাব-৪, সিপিসি-৩ ও সিপিসি-২ এর একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার কেএন রায় নিয়তি এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০০৯ সালে গুড্ডু আরিফ ও তার সহযোগীরা মো. মামুন মিয়াকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল। পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করলে মামুনকে নির্যাতন করে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল হলে আদালত স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্কে অভিযুক্ত গুড্ডু আরিফের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং বিভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।