মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::

আত্মসমর্পণ করা জলদস্যুদের হাতে র‌্যাবের ঈদ উপহার

  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫, ৫.১৪ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে আত্মসমর্পণ করা জলদস্যুদের হাতে র‌্যাবের ঈদ উপহার আসা সুন্দরবনের সাবেক জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব-৬।
বুধবার (৪ জুন) খুলনায় র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার তুলে দেন র‌্যাব-৬ এর অধিনায়ক রকমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন।

এক সময়ের এসব বনদস্যুদের অনুষ্ঠানে ‘আলোর পথের অভিযাত্রী’ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে এসব মানুষদের ঈদ উপহারের পাশাপাশি নগদ অর্থও তুলে দেওয়া হ
র‌্যাব-৬ এর অধিনায়ক বলেন, র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছুক সাবেক দস্যুদের পুনর্বাসনে ঘর, দোকান, গরু-বাছুর, মাছ ধরার জাল ও নৌকা, এমনকি ইঞ্জিনচালিত নৌকাও দেওয়া হয়েছে। পুনর্বাসনের এই ধারাবাহিক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও এসব অভিযাত্রীদের বিরুদ্ধে থাকা হত্যা ও ধর্ষণ ব্যতীত অন্যান্য মামলাগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করে অনেক মামলাই ইতোমধ্যে খারিজ করা হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন।

অনুষ্ঠানে র‌্যাব অধিনায়ক আলোর পথের অভিযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগত কিছু সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, এসব মানুষ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং আর কখনো অপরাধের পথে ফিরবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com