মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যুবলীগ নেতা হত্যা মামলার চার আসামি কারাগারে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭.৫৫ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুমিল্লার তিতাসের যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা(৩৫) হত্যা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২৪ জুন) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে উক্ত মামলার আসামী লতিফ, সুমন, নূরনবী ও মুর্শিদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম সাবরিনা নার্গিস এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছে জহির হত্যা মামলার মামলার বাদী মো. এসহাক মোল্লা।
নিহত জহিরুল ইসলাম মোল্লা ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
উল্লেখ্য, ২০২২ইং সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের সময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায় ভিকটিমের ছোট ভাই এসহাক মোল্লা বাদী হয়ে তিতাস থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com