দুই দফা দাবি নিয়ে প্রধান অতিথি ভবন যমুনার অভিমুখে অবস্থান নিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। মিছিল নিয়ে কাকরাইল পর্যন্ত গেলে সেখানে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তারা। এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (১ জুন) দুপুরে যমুনা অভিমুখে কর্মসূচি করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। এরপর কাকরাইল মসজিদ সড়কে বসে পড়ে তারা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এ মিছিল বের করেন।
এসময় তারা তাদের দু’দফা দাবি জানান। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে কর্মরত সকল জনবলকে পদ সৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং কর্মরত জনবলের কর্তনকৃত বেতন ও অন্যান্য সকল ভাতা অবিলম্বে পরিশোধ করার দাবি তুলে ধরে তারা পদযাত্রা শুরু করেন।
এসময় পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দুইজন আন্দোলনরত নারী অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।