সিএনএমঃ
কুমিল্লায় মো. রাসেল ও মোহাম্মদ শরীফ নামের দুই জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২১ই জুন) মধ্যরাতে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, এয়ারসফট পিস্তল, ওয়াকিটকি সেট এবং মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুমিল্লা সদর আর্মি ক্যাম্প।
আটকরা হলেন, কুমিল্লা সদর দক্ষিন উপজেলার হারুনুর রশিদের ছেলে মো. রাসেল এবং একই উপজেলার ছোবহান মিয়ার ছেলে শরিফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা সদর সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার ও দক্ষিণ রামপুরা এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। আটক করা হয় দুই দুষ্কৃতিকারীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি দেশীয় তৈরি দা, ২টি বড় ছুরি, ২টি ছোট ছুরি, ২টি এয়ারসফট পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট ও ৩টি মোবাইল ফোন।
আটক হওয়া ব্যক্তিরা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটকদের সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।