মা
মোঃ মনির হোসেন
মা এ কোন স্বাধীনতা তুমি চাইলে ,
জানি তোমার মুখের ভাষা ওরা কেড়ে নিতে চেয়েছিল,
কিন্তু তোমায় কেড়ে নিতে তো চায়নি
,আজ তোমায় নিল কোন রাজাকার,
মুখের ভাষার জন্য তুমি আমার বাবা কে উৎসর্গ
করলে আর ভাইকে শহীদ করলে।
তোমার ভাষার জন্য রক্ত দেবো এ তো আমার সৌভাগ্য,
কিন্তু দেশের জন্য বাবা আর ভাইয়ের কি দায়িত্ব ছিল না।
তুমি কেন তাদের উৎসর্গ করলে।
তোমার কি ভালো চিন্তা করা উচিত ছিল না।
ভালো গাছ না থাকলে, ভালো চারা হবে কিভাবে,
আজ শুধু আগাছা আর আগাছা।
তোমায় অপমানের সাহস আমার নেই,
কিন্তু তোমায় যদি প্রশ্ন না করি,
তাহলে আমার অজানা থেকে যাবে অনেক কিছু
,তুমি কষ্ট পেয়ো না মা,
আমি তোমায় কষ্ট দেবার জন্য প্রশ্ন করছি না,
জাতিকে জানানোর জন্য প্রশ্ন করছি,
জানি তুমি কোরাল গ্রাসে দিশেহারা ছিলে ,
তাই হয়াটাই স্বাভাবিক, কিন্তু তোমায় বাধ্যতা করলো কে,
তুমি শত্রু চিনতে ভুল করেছো মা,
তোমার শত্রু তোমার চারপাশেই ছিল,
দূরের মানুষ তোমার শত্রু ছিল না ,
তোমার শক্তি ছিল, সে শক্তি দূর করার জন্যই ,
তোমার বন্ধু বেশি যারা ছিল ,তারাই তোমার শত্রু,
তুমি শত্রু চিনতে ভুল করেছো মা।
আজ তো স্বাধীন তবু কেন তোমাকে রাজাকার
কিংবা দেশদ্রোহী কে বেছে নিতে হয়।
মা তুমি এ কোন স্বাধীনতা চাইলে।
কোন রানী যদি রাজমহলে তার প্রেম কে প্রতিষ্ঠা দিতে পারে, জীবন উৎসব করে তবে তুমি কেন করলে না মা।
আমার প্রশ্নের উত্তর দাও।
তোমার ভুলের কারণে আজ আমার বাবা নেই ভাই নেই আছে কিছু মালায়োন।
শক্তি তো খাটাই মা কিন্তু শক্তি হয় না,
তেলে জলে মিশে না, যারা আমার শক্তিকে দুর্বল করার জন্য স্বাধীনতা এনেছে,
তারা কি আমাকে শক্তি দেবে এটা কোনদিন হয়।
তুমি বলবে অন্যায় ভালোবাসা দিয়ে জয় কখনো হয়।
তোমায় ওরা মিথ্যে ভালোবাসা দিয়েছে,
কিসের ভালোবাসা যারা তোমার স্বামীর সম্পদ লুটেপুটে দিল, আর তোমার ছুঁড়ে ফেলে দিল আজ কোন হানাদারের কাছে, তাদের কাছে তোমার সততার কি মূল্য আছে।
তোমার সুখে তারা অসুখী ছিল মা তুমি বোঝনি।
তুমি তো মাটি না মা ওই একই কথা।
তুমি আমায় জন্ম না দিয়ে দরকার হলে মাটি তো হতে পারতে ,
হাজারো মনীষীর জন্য তুমি কোটি কোটি আগাছা
জন্ম না দিতে পারতে।
যে সোনার মাটি নিয়ে পৃথিবীর সাথে বড়াই করছো,
সে মাটি থাকতো খালি পড়ে, অন্তত খালি পায়ে তোমার বুকে হাঁটতে তো পারতাম।
যারা দেশের জন্য প্রাণ দিল তাদের জন্য
তোমার দেশপ্রেম জন্ম দেওয়া উপহার।