গগণ ভূবণ
মোঃমনির হোসেন
গগণ কহে আমি গণগণ,
ভূবন কয় আমি যণযণ
মানুষের এতো পাপ অনাচারে
মনের বীনায় বীণ বাজে।
সকাল থেকে সন্ধ্যা এলে
অনাচারে বীভর চেংরাপানে,
অবশেষে রাত্রী এলে নামে সব রাম রাম মুখে ।
শহীদ গুলোর রক্তে ভিজে
মনটি আমার গেছে শুকিয়ে।
অবশেষে ভূবন বলে,
গগণ তুমি টানো আমারে।
গগণ কহে কান্নার সুরে কিছু মানুষ আছে দারায়ে,
তাইতো মিলন হয় না তোমায় শনে।
যে মানুষের কারণ লয়ে গগণ ভূবণ থমথমে,
সমাজ কেন তাদের লয়ে খেলা করে আনমনে
আছে কি তারা সূখোপানে,
তারা কি চলে গারীপানে,
নাকি থাকে প্রাসাদে।
নিত্য দিনের চলা তাদের দশ টাকারই স্পনস পায়ে।
দিনের শেষে রাত্রি এলে ঘূমায় তারা বটতলে।
ভোর এলেযে ছুটছুটি আহার যে আর নাই পেটে।
মাথার ঘাম পায়ে ফেলে আহার লয়ে পথমাযে,
হায়না গুলি বুক ছিরে আহার গুলি নেয় কেরে।
চীরের বেথায় আনমনে জ্ঞান হারায় ডাস্টবিনে।
মধ্যে রাতে জ্ঞানফিরে পেটের ক্ষুধা বানমারে।
ক্ষুধার জালায় কিছু না পেয়ে হরণ করে ডাস্টবিন টাকে।
কাতর হয়ে ঘরে ফিরে হায়নার থাপায় বোনটি মরে।
রক্ত যখন মাথায় উঠে পিতামাতার অশ্রু যরে।