সিএনএমঃ
উত্তরা-৮ নম্বর সেক্টরে মধ্যে রাতে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ ও তার ১৩ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার রাত ১১ টা থেকে পরদিন আজ বুধবার সকাল ৮ টা পর্যন্ত টানা এই অভিযান চলে ।
গ্রেফতারকৃত আলতাফ উত্তরা পূর্ব থানা শ্রমিকলীগের সহ সভাপতি ছিল ।
গোফন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে, উত্তরা-৮ নম্বর সেক্টরে বাইদা বস্তিতে দুই ভাগে ভাগ হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী । এর পরেই শীর্ষ সন্ত্রাসী আলতাফের ডেরায় অভিযান শুরু করে যোথ বাহিনী ।এক পর্যায়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী ।তাৎক্ষণিক আলতাফের দেয়া তথ্য মতে বস্তির প্রতিটি ঘরে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।এই অভিযানে আলতাফের আরো ১৩ সহযোগীকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী ।যৌথ বাহিনীর এই অভিযানে ডগ স্কোয়ার্ড এর বাহিনী ব্যবহার করা হয় ।
সিও ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি লে.কর্নেল মাহবুব এর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয় ।
আটক ১৩ সহযোগীর মধ্যে রয়েছে, (2) মো: সোহাগ ,পিতা: নায়েব আলী (৩) মো: শামীম , পিতা : জালাল উদ্দিন (৪) মো: নবী ,পিতা: মো: হোসেন (৫) মো:সুলতান, পিতা : মো: ইনতাজ আলী (৬) মো: সোহেল, পিতা মো:কাদের (৭) মো: আশিক , পিতা মো: হোসেন (৮) মো: সুমন ইসলাম,পিতা মো: জহুরুল ইসলাম (৯) মো:শাহীন , পিতা মৃত:আব্দুস সোবহান (১০) মো:শরিফুল , পিতা মো: ইয়াসিন (১১) মো:সাগর , পিতা মো: বাবলু মিয়া (১২) মোছা : ময়না বেগম, পিতা :মোহাম্মদ আলী ,(১৩) সেলিনা, পিতা মৃত : বাচ্চু মিয়া ও (১৪) মোছা : রহিমা ,পিতা মৃত : কছিম উদ্দিন ।
রাজধানী ঢাকা’তে ছিনতাইকারী ও মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানএর অংশ হিসেবে উত্তরায় এই অভিযান পরিচালনা করা হয় বলে যৌথ বাহিনীর সূত্র জানিয়েছে । এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সূত্রটি ।
শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ এর নেতৃত্বে এই গ্রুপটির বিরুদ্ধে অভিযোগর রয়েছে যে , সরকার পতনের পর, উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি। আব্দুল্লাহপুর থেকে কাওলা পুরো এলাকায় রয়েছে তার সন্ত্রাসী নেটওয়ার্ক ।
যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। এছাড়াও, থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।
যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।