মনের যত ভাবনাগুলো
কবি ও শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম
কোন মানুষের প্রশংসা পেতে
আর থকিনা অপেক্ষায়
চাটুকারিতা তেলবাজিতে
সিক্ত হইনা সহসাই।
মুখে মধুর নহর দেখেই
আবেগে ভাসিনা এখন
অন্তরে বিষ থাকতে পরে
তাই ভাবিনা আপন।
একাকী ভবে এসেছিলাম আবার
একাকী যাবো চলে
ক্ষণিকের সব গোলকধাঁধায়
ভাসিনা স্রোতের জলে।
মেনে নিয়েছি ভাগ্য আমার
বিশ্বাস রাখি স্রষ্টায়
সেরাটা পেতে চাই দুজাহানে
ব্রত থাকি সেই চেষ্টায়।
দিশেহারা হইনা বিপদ-আপদে
হৃদয়ে রাখি সবর
সুখের সময় হইনা বিলাসি
শুকরিয়া করি প্রভুর।
সত্য পথে অবিচল থাকতে
কুরআন হাদীস পড়ি
শেষ নবীজীর আদর্শতে
নিজের জীবন গড়ি।
জ্ঞান বিতরণ আর কর্ম নিয়ে
ব্যস্ত থাকি দিবা রাতি
অহির জ্ঞানে আলোকিত হতে
ঈমান আমার সাথী।
পরোয়া করিনা রক্ত চক্ষুর
হুংকারে হইনা ভীত
ভন্ডদের সাথে আতাত করিনা
লোভে হইনা প্রিত।
সত্য বচন মেনে নিতে আমি
প্রস্তুত থাকি সদা
খেদমত করতে সৃষ্ট জীবের
দেখাবোনা ক্ষমতা।
পিছে লোকে বলবে অমুক তমুক
এসব ভাবিনা আজ
পরকালে নরকের বাসিন্দা হবোনা
প্রতিবাদে নাই লাজ।
টাকার পাহাড় ভোগ বিলাসের
চিন্তা নেই অতো আর
মরণ যাত্রায় বেঁচে ফেরা আমি
প্রস্তুত কবরে যাওয়ার।
ফেরেশতারা জানতে চাইলে
বলবো সবই আল্লাহর
আমি মিসকিন গোনাহগার ছিলাম
আশাবাদী ক্ষমা পাওয়ার।
পরের সম্পদে লোভ করি নাকো
চাইনি ক্ষমতা ভবে
যা নেয়ামত পেয়েছি সবই
রবের করুণা তবে।
পেয়েছি কত সুযোগ সুবিধা
সাজাতে আমার জীবন
ঈমান যেন কবুলিয়াত হয়
এটাই ছিলো স্বপন।
আশা করি নবীর হাতে দিবে মোরে
কাউসারের পেয়ালা
হাশরে থাকবো ডান পন্থী হয়ে
নেক আমল হোক উসিলা।
চাইনা তাইতো বাহাদুরি আর
দুনিয়ার সম্মান
আমাকে ডুকাতে মিথ্যা সয়লাবে
হোক যতই অপমান।
স্মরণে রাখি জীবনী নবীদের
ইব্রাহীম ইউসুফ আর
ইউনুস আইয়ুব ইসমাইল ঈসা
সম্মুখীন পরীক্ষার।
সাহাবা তাবেয়ী কত আউলিয়া
মুসাফিরের জিন্দেগী বেশে
ঈমান আমলে জীহাদী চেতনায়
সফলতায় গেছেন মিশে।
আমি নাকি বোকা হিসাব বুঝিনা
পারিনা বকাঝকা
তাইতো তারা দাম দেয়না আমায়
ভাবেনা পরম সখা।