সিএনএমঃ
শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির একাংশ নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ জুন) দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় মিছিলে ঝাড়ু, জুতা এবং লাঠি প্রদর্শনের মাধ্যমে নেতাকর্মীরা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটিতে যোগ্য ও প্রকৃত ছাত্রনেতাদের বাদ দিয়ে বিতর্কিত এবং অযোগ্য ব্যক্তিদের পদ দেয়া হয়েছে। বক্তারা জানান, ঘোষিত কমিটির আহ্বায়ক এইচ.এম জাকির হোসেন একজন শ্রমিক নেতা, দুই সন্তানের জনক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদপ্রার্থী ছিলেন। তার পরিবারের অধিকাংশ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় ছাত্রদল নেতা বাবু মাদবর বলেন, ‘যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি বয়সে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির চেয়েও বড়। তার পরিবারের ৯৫ শতাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। একজন শ্রমিক নেতাকে ছাত্রদলের শীর্ষ পদে বসানো সংগঠনের সাথে ভাঁওতা করার শামিল। এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে, নইলে কঠিন আন্দোলনে যাব।’
জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মাঠে-ঘাটে ছাত্র রাজনীতি করছি। অথচ শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক এইচ এম জাকির হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এটা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি। আমরা এই কমিটি মানি না।’