কুমিল্লার তিতাসে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের সামনে থেকে অত্র সংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মাদক বিরোধী মিছিল নিয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে এসে মিলিত হয়।
এসময় উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শাহাদাৎ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্যাহ।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্বক ব্যাধী। যুব সমাজকে ধংশ করে মাদক। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। মাদকের বিরোদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হুশিয়ারি জানিয়ে তিনি আরো বলেন, ইতিমধ্যেই মাদকের সাথে জড়িতদের একটি তালিকা করা হয়েছে। এক সপ্তাহ সময় দিলাম যারা মাদকের সাথে জড়িত আছেন নিজে থেকে থানায় এসে আত্মসমর্পণ করেন এবং অঙ্গিকার করে যাবেন মাদক ছেড়ে ভালো হয়ে যাবেন। যারা আসবে তাদেরকে আমরা ক্ষমার দৃষ্টিতে রেখে ভালো হওয়ার সুযোগ দিব। এরপর আর কোন মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এতে উপজেলা যুব বিভাগের সাধারন সম্পাদক ডা. মো. শাহাবুদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞ, সাধারন সম্পাদক সালাউদ্দিন সরকার, উপজেলা ব্যবসায়ীক ফোরমের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সি।
এসময়ে সদর কড়িকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রভাষক ওসমান গনি, সেক্রেটারি মনির হোসেন, জগতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকারিয়া মোল্লা, বলরামপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম খান, ও বলরামপুর ওলামা বিভাগের সভাপতি মীর মো. তোফাজ্জল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।