দীর্ঘ ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে প্রবেশ করলেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।
অভ্যর্থনা জানানোদের মধ্যে ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ডিএসসিসি কর্মচারীরাও। আন্দোলনের সময়কার দ্বন্দ্ব ভুলে আপাতত সকল পক্ষই সহযোগিতার বার্তা দিয়েছেন।
নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাহজাহান মিয়া বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ হাতে নিচ্ছি। এর মধ্যে দ্রুত বাজেট প্রণয়ন অন্যতম। আজ থেকেই সব বিভাগের কার্যক্রম পুরোদমে চালু হবে।’
তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও জলাবদ্ধতা মোকাবিলায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে মশার ওষুধের ডোজ দ্বিগুণ করার চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।