সিএনএমঃ
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতির চেষ্টা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আদালতের পরোয়ানা, রিমান্ড ও ডিএমপির মামলা ছিল।
মঙ্গলবার (১৭ জুন) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৬ জুন) দিনব্যাপী মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিরা হলেন—ইউসুফ (৫০), সুমন চন্দ্র দাস (২৬), ফারুক (২৫), জয়নাল আবেদীন (৪০), নেহা আক্তার (২২), শাহিন (২৮), শরিফুল ইসলাম (৩০), রাকিবুল ইসলাম ওরফে রাকিব (৩০) ও স্বপন (২৮)।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।