ঝর্ণার মত নিঃসঙ্গতা
শাহনাজ পারভীন মিতা
মাঝে মাঝে খুব মন খারাপ হয়
তখন একাকী লাগে নিজেকে,
মনে হয় বিশাল আকাশের বুকে নিঃসঙ্গ চাঁদ
যে নিঃসঙ্গতা ওই ঝর্ণার মত।
একাকী বয়ে চলা পাহাড় জনপদে
তুমি দূর থেকে চাঁদের রুপালি আলোয় ভাসো ,
কখনও পূর্নিমায় চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হও!
তারপর ধীরে ধীরে যখন অমাবশ্যা আসে
তুমি হারাও দূর থেকে দূরে।
তখন একাকী আঁধার ঘরে এই আমি
ওই বন্দী পাখির মতন ডানা ঝাপটাই,
খুঁজে ফিরি একটুকরো নীল আকাশ
যেখানে আমার মুক্তি ডানা
পরিযায়ী পাখির মত দেশ দেশান্তর।
কখনও পাহাড় কখনও অরণ্য কখনও সাগর
ভেসে চলি একাকী এই আমি
কবিতার শব্দে শব্দে মেঘ পালকে
জনমানুষের ভীড়ে নিঃসীম আলোকে ।