মহানবীকে (সা.) নিয়ে টেলিভিশন টকশোতে কটূক্তি করার পর বিজেপি থেকে বাদ পড়েছেন নুপুর শর্মা। কটূক্তির ঘটনা প্রকাশের পর থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন নুপুর, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেট নাগরিকরাও তাকে ছেড়ে কথা বলছেন না। এমন অবস্থায় নুপুরের সমর্থনে তার পাশে দাঁড়িয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান বিজেপি সংসদ সদস্য গৌতম গম্ভীর।
রোববার (১২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ‘ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের’ কাঠগড়ায় তুলেছেন গম্ভীর। এক টুইটে গম্ভীর লিখেছেন, ‘একজন নারী যে (তার কৃতকর্মের জন্য) ক্ষমা চেয়েছে তাকে দেশজুড়ে যেভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে সেগুলোর প্রতিক্রিয়ায় তথাকথিত ধর্মনিরপেক্ষ উদারপন্থীদের নীরবতা অবাক করছে।’
এই টুইটের মাধ্যমে নুপুরের বিতর্কিত মন্তব্যগুলোকে সমর্থন করছেন কিনা এমন প্রশ্ন উঠলে গম্ভীর ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘নুপুরের মন্তব্যগুলোকে কেউ সমর্থন করেনি। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সে নিজেও ক্ষমা চেয়েছে।’
দীর্ঘ সময় ধরে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত গম্ভীর বর্তমানে পূর্ব দিল্লি থেকে দলটির নির্বাচিত সংসদ সদস্য। রাজনীতির জন্য অবশ্য ক্রিকেট থেকে দূরে সরে যাননি গম্ভীর। গত আইপিএলে টুর্নামেন্টের নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন তিনি।