সিএনএম ডেস্কঃ
রাগের বশে সাধারণত ফুটবলারদের মধ্যে শারীরিক সংঘর্ষ ঘটলেও এবার কোচ ও রেফারির মধ্যে ঘটেছে সংঘর্ষ। লাতিন আমেরিকার দেশ পেরুর লিগে ঘটেছে এমন। রেফারিকে মারতে বোতল হাতে মাঠে ঢুকে পড়েছিলেন কোচ, সফল হননি। তাকে খেলার রীতি অনুযায়ী না সামলে উল্টো লাথি মেরে বসেন রেফারি।
পেরু কাপে দেশটির সব অঞ্চলের ক্লাব অংশ নেয়। এখানে খেলে দেশের শীর্ষ লিগে জায়গা করে নেয়। প্রতিবছরই এ টুর্নামেন্টে অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায়। স্পোর্ত হুয়াকিয়া ও মাগদালেনার ম্যাচেও ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা।
ম্যাচে দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিট। নিজেদের মাঠে হুয়াকিয়া এগিয়ে ছিল ২-১ গোলে। এমন হঠাৎ রেফারির দিকে একটি বোতল নিয়ে তেড়ে যান মাগদালেনার কোচিং দলের একজন। মাঠে ঢুকে তিনি রেফারির দিকে ছুটে যাচ্ছিলেন। অবস্থা বেগতিক দেখে রেফারিও দৌড়ে এসে কোচিং দলের ওই সদস্যের ঘাড়ে জোরেশোরে লাথি কষান। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই কোচ।
ঘটনার পর রেফারিকে বাঁচাতে পুলিশ মাঠে চলে আসে। ঝামেলাপূর্ণ কিছু সময় কাটানোর পর ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। আহত কোচিং স্টাফকে পরে হাসপাতালে নেয়া হয়। ঘটনায় রেফারি ও কোচ দুজনের বিরুদ্ধেই শৃঙ্খলা লঙ্ঘনের পদক্ষেপ নেয়া হতে পারে।