শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

‘মেসির পর বিশ্বের সেরা ফুটবলার ইয়ামাল’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৭.০৭ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

লামিন ইয়ামাল, বয়স কেবল ১৭। এই বয়সেই বিশ্ব ফুটবলে সময়ের সবচেয়ে আলোচিত তরুণ প্রতিভাদের একজন। অসাধারণ ফুটবল নৈপূণ্য দেখিয়ে এই স্প্যানিশ উইঙ্গার অল্পতেই পেয়েছেন তারকাখ্যাতি। কাতালান জায়ান্ট বার্সেলোনার হয়ে এই উইঙ্গার যেন ফুটবলের জগতে নিজের সেরা সময় পার করছেন। দুর্দান্ত পারফর্ম করা এই উইঙ্গারকে মেসির পর বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে। এবার বার্সেলোনা কোচ হানসি ফ্লিক ও তার সতীর্থ মিডফিল্ডার গাভি।

এমন তথ্য জানিয়েছেন, ফুটবলের দলবদলের জ্যোতিষীখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো। ফ্লিক ও লামিনের একটি ছবি শেয়ার করে পোস্ট করেছেন রোমানো। ফ্লিকের বরাত দিয়ে তিনি লিখেছেন, মেসির পর বর্তমানে বিশ্বের সেরা খেলোয়ার লামিন ইয়ামাল।

এর আগে, কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলে জয়ের ম্যাচে ইয়ামাল এক গোল করেন, একটি গোলে অ্যাসিস্ট করেন এবং আরেকটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। তার এমন পারফরম্যান্সের পর গাভি সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যাঁ, লিওনেল মেসির পর লামিন ইয়ামালই বিশ্বের সেরা খেলোয়াড়।’

এই মৌসুমে ইয়ামাল এখন পর্যন্ত ২৪ ম্যাচে ৯ গোল করেছেন এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন। গত বছর তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যালন ডি’অর তালিকায় অষ্টম স্থান অর্জন করার পাশাপাশি তিনি কপা ট্রফি এবং গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন, যা তাকে বিশ্ব ফুটবলের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেয়।

বেটিসের বিপক্ষে ম্যাচে ইয়ামালের একটি দুর্দান্ত লবড পাসে জুলেস কুন্দেকে গোল করতে সাহায্য করেন। ম্যাচে তার আরেকটি গোল অফসাইডের জন্য বাতিল হলেও দ্বিতীয়ার্ধে নিজের সীমানা থেকে বল নিয়ে একক দৌড়ে রাফিনিয়াকে গোল করতে সহায়তা করেন। ম্যাচের শেষদিকে তিনি নিজেও একটি গোল করেন, যা তার অসাধারণ স্কিলের আরেকটি উদাহরণ।

গাভির মন্তব্যকে সমর্থন করে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘বড় ম্যাচে বড় প্রতিভা নিজেকে প্রমাণ করে। ইয়ামাল সেটাই বারবার দেখাচ্ছে। তবে তাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে।’

২০২৪ সালের হতাশাজনক শেষের পর বার্সেলোনা ২০২৫ সালের শুরুটা দারুণভাবে করেছে। রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে ৫-২ গোলে হারানো সহ চারটি টানা জয় পেয়েছে কাতালান ক্লাবটি। তবে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে বার্সেলোনা।

ফ্লিক বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় জয়ের পর এই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই লা লিগায়ও এমন পারফরম্যান্স ধরে রাখতে।’

ইয়ামালের এমন অসাধারণ পারফরম্যান্স কেবল বার্সেলোনার ভবিষ্যৎকে উজ্জ্বল করছে না, বরং ফুটবল বিশ্বে তার নাম এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com