সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ফুটবল ম্যাচে দুই দলের সমর্থকদের সংঘর্ষে নিহত ১০০

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ১.৫৩ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ফুটবলের ইতিহাসে যুক্ত হলো কলঙ্কময় এক অধ্যায়। আফ্রিকার দেশ গিনিতে দুই দলের সমর্থকদের সংঘর্ষে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হৃদয়বিদারক এ ঘটনায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোর এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

গতকাল রোববার এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার এএফপিকে বলেন, ‘হাসপাতালে যতদূর চোখ যায়, শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছেন। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।’

যদিও অন্য একজন ডাক্তার বলেছেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’

সংঘর্ষের কিছু ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত সেসব ভিডিওতে স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায়ও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করাার শর্তে এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com