**কষ্টের জীবন **
বুকের ভিতর জমা কষ্ট গুলি
ক্যান্সারের মতো মরণব্যাধি,
নিয়ে যায় মরনের শেষ সীমানায়
জীবনের সব আনন্দ ছেদি।
স্মৃতিগুলি ভাসে চোখের পাতায়
অশ্রু জমে হয় বারুদ সম,
ভাবনার আকাশ কালো মেঘে ঢাকা
তুমি ছাড়া কেহ নাই মম।
বিবর্ণ আজ সেই হাসি মাখা মুখ
চঞ্চলতা আজ আস্তাকুড়ে,
একাকীত্ব আজ নিত্য সহচর
আমি যেন আজ ভবঘুরে।
জীবন যেন শুকনো পাতার মত
পায়ে মাড়ালেই মর্মর শব্দ,
বইতে পারিনা আর এত কষ্ট
কখন হয়ে যাব স্তব্ধ।।