🍁🍁🍁🍁 #আজরাইলের_ডাক 🍁🍁🍁🍁
🌹🌹🌹🌹 #জাহাঙ্গীর_বারী 🌹🌹🌹🌹
আজরাইলে দিবে যখন ডাক,
রুদ্ধ হয়ে যাবে তোমার কন্ঠের বাক।
প্রাণ পাখি যাবে উড়ে,
শুধু নিথর দেহ রইবে পড়ে।
অসৎ পথে উপার্জনে করছো ভোগ বিলাস,
ক্ষমা চাওয়ার পাবে কি অবকাশ?
আত্মীয়তার সম্পর্ক করেছো ছিন্ন,
আত্ম অহামিকায় তুমি হয়েছো ভিন্ন।
হিংসা বিদ্বেষে আপনকে করেছো পর,
এখন যে তোমার স্থায়ী নিবাস মাটির ঘর।
আজরাইলের কাছে নেই তো কোনো ঘড়ি,
তুমি জানবেও না কখন হবে তোমার আত্মা চুরি।
তুমিই কেবল শুনতে পাবে আজরাইলের হুংকার,
কত মিনতি করবে তুমি আরো একটি বাঁচিবার।
আত্মাটাকে করোনি তুমি যত্ন,
পরকালে পাবে কি তুমি রত্ন?
সুদ আর ভেজাল ব্যবসায় বাড়িয়েছো ধন সম্পদ,
আর পরকালের জন্য ডেকে আনছো সমূহ বিপদ।
দুনিয়ার জমিনে করোনি তুমি পুণ্যের আবাদ,
তবেই তুমি বুঝতে পুণ্যের কি স্বাদ।
চলে এসো তুমি সত্যের পথে,
তবে তুমি চড়তে পারবে পুণ্যের রথে।
এখনো সময় আছে চেয়ে নাও ক্ষমা,
না হলে পাপ গুলো হতে থাকবে পাপের খাতায় জমা।
#নীল_কাব্য