কবিতা- সময়ই বলে দিবে
লেখনীতে- জাহাঙ্গীর বারী
সে হয়ত ছিলো না মোর আপন,
তবে কেন করেছিলো মিছে পণ।
ভুলবে না আমায় থাকবে আজীবন,
পণের হলো বিবর্তন।
সময়ের স্রোতে ভেসে গেছে মন,
সে নতুন কে করেছে বুঝি আলিঙ্গন।
সময় নিদারুণ প্রবঞ্চক ধূর্ত,
আমাকে করেছে নিঃস্ব আর্ত।
সে এখন অন্য আকাশে উড়ে,
আমায় থেকে দূর বহুদূরে।
সময়ই বলে দিবে কে ছিলো কার?
সময়ের স্রোতে পাড়ি দিচ্ছি দুস্তর পারাবার।
আপন থেকে হয়ে যাচ্ছে সে বুঝি পর,
সবকিছু করল লুণ্ঠন সময়ের ঝড়।
সময় ক্ষেপণ আমায় রাখলো দূরে দূরে,
যতই কাছে আসি, যাই যেন সরে সরে।
আমি যদি উড়তে পারতাম তার আকাশে,
সঙ্গী হয়ে থাকতাম তার পাশে পাশে।
সে তো এখন নতুনত্বে দিশেহারা,
আমিই রয়ে গেলাম বন্ধুহারা।
সময় যখন বলবে কথা,
শুনে নিও আপন পরের কাব্য গাথা।
সেই প্রতীক্ষিত ক্ষণের প্রতীক্ষায় আছে মন,
হয় হবে আগুয়ান নতুবা পশ্চাদপসরণ।
#বারী_ও_নীল_কাব্য