🧡🧡 আমি চাই 🧡🧡
💝💝 জাহাঙ্গীর বারী 💝💝
আমি চাই তোমার ভালোবাসা
তা এক মুঠো হলেও চলবে।
আমি চাই তোমার স্মিত হাসি
তা এক চিলতে হলেও চলবে।
আমি চাই তোমার চাহনি
তা এক পলক হলেও চলবে।
আমি চাই তোমার সুবাস
তা তোমার তনুর গন্ধ হলেও চলবে।
আমি চাই কিছু ফুল
তা তোমার খোঁপার ফুল হলেও চলবে।
আমি চাই শৈল্পিক কিছু শব্দ
তা তোমার কবিতার ছন্দ হলেও চলবে।
আমি চাই রক্তিম রবি
তা তোমার ললাটের লাল টিপ হলেও চলবে।
আমি চাই উষ্ণ পবন
তা তোমার নাসারন্ধ্রের নিঃশ্বাস হলেও চলবে।
আমি চাই কিছু শিহরণ
তা তোমার মৃদু আলিঙ্গন হলেও চলবে।
আমি চাই কিছু স্পর্শ
তা তোমার নরম হাতের আলতো পরশ হলেও চলবে।
আমি চাই রিনিঝিনি ঝঙ্কার
তা তোমার কাঁকনের ঝঙ্কার হলেও চলবে।
আমি চাই সুরেলা কূজন
তা তোমার প্রভাতের সুর সাধন হলেও চলবে।
আমি চাই আবেশী কম্পন
তা তোমার হৃদ স্পন্দন হলেও চলবে।
আমি চাই ঝুমুরঝুমুর নিক্কণ
তা তোমার পদ যুগলের মল হলেও চলবে।
আমি চাই কিছু মূহুর্ত
তা তোমার অবহেলিত ক্ষণ হলেও চলবে।
আমি চাই শুধু তোমাকে
তা তুমি যেভাবেই থাকো না কেন!