বিমূর্ত রাত্রি জাহাঙ্গীর বারী
নিগূঢ় আলিঙ্গন, কিছু শিহরণ,
কি এক ভালোবাসার ধরন।
কিছু স্বপন,রাত্রি করে বরন,
খুলে দেয় ভালোবাসার আবরণ।
কিছু আলাপন,বিমূর্ত রাত্রি জাগরণ,
ভালোবাসাটাকে করে রাখে আপন।
প্রজ্বলিত সন্দীপন, তুলে সাঁঝে আলোড়ন,
মন খুঁজে নিবিড় নির্জন।
আমার ভুবন,তোমাতেই নন্দন,
সেথায় নেই কোনো ক্রন্দন।
কারণ অকারণ, চাই তোমায় সারাক্ষণ,
আমাতেই জড়িয়ে রাখো এই জীবন।
দিয়েছি বচন,ভালবাসবো প্রতিক্ষণ,
মানবো না কারো কোনো বারণ।
তুমিই রতন,তুমিই ভূষণ,
তুমিই আমার কাছের জন।
করি স্মরণ,যখন তখন,
জাগিয়ে রাখো তুমি আমার মন।
আমার ভুবন,রঙিন তখন,
যখন অনিন্দ্যসুন্দর তোমার আমার বাঁধন।
ব্যথা বেদন,হইয়ো না কারণ,
পাশে থেকো সারাক্ষণ।
যদি পাই বেদন,হবে যে মরণ,
দেখবে না আর আমায় তখন।