সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় ববি হামিদ আর নেই। আজ বুধবার সকালে মারা গেছেন তিনি। ববি হামিদ দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদের ছোট ভাই এবং আন্তর্জাতিক মহিলা দাবা মাস্টার রাণী হামিদের ছেলে।
ববি প্রায় গত ২ বছর ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। ভারতে ও দেশে অনেক চিকিৎসা হয়েছে তাঁর। রাণী হামিদকে সন্তানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক অনুদানও দিয়েছিলেন। সকলের চেষ্টা ও সাহায্য ব্যর্থকে ববি আজ দুনিয়া ছেড়েছেন।
আজ বুধবার বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে ববির জানাজা এবং আর্মি কবরস্থানে ববিকে চিরশায়িত করার কথা। ববির বাবা কর্ণেল হামিদ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ববির মৃত্যুতে হ্যান্ডবল সহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া ব্যক্তিত্ব ববির মৃত্যুতে শোক জানিয়েছেন।