অপবাদের আয়োজন
জাহাঙ্গীর বারী
মিছে অপবাদে ভেসে যায় সুখ,
ভাটির টানে আসে দুখ।
অপবাদে থাকো যদি প্রশান্তিতে,
আমি তো পড়ে রইলাম ভ্রান্তিতে।
নেই কোনো প্রতিবাদ,
শুধু হৃদয়ে হাহাকারের আর্তনাদ।
হবে না কোনো প্রতিবাদের মিছিল,
ভাসবে না শ্লোগান মুখর অনিল।
যেখানে হয় বিশ্বাসের ঘাটতি,
তখন অপবাদের হয় বিশেষ কাটতি।
তোমার মনের বিরুদ্ধাচারণ,
আমার মনে বাড়ে তাড়ন।
ফিরে চাইব না সেই মন,
যে মন করেছে অপবাদের আয়োজন।
তোমার কাছে হয়ত আমার মনটা কলঙ্কিত,
নয় ভালোবাসায় অলঙ্কৃত।
তোমার কাছে আমি হয়ত অধম,
তুমি খুঁজে নিও কোনো উত্তম।
আমি ভাসতে চাইনা অবিশ্বাসের স্রোতে,
আমার বিশ্বাস বহমান আমার ধমনীতে।
অপবাদের যন্ত্রণা যাবো আমি সহে,
পঙ্কিলতা মেখেছি যখন এই দেহে।
অহেতুক দিয়ে গেলে অপবাদের যন্ত্রণা,
কি যে দুঃখ দিলে সেতো তুমি জানো না।