সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ মকবুল হোসেন (৮৫) লেচু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বুধবার (১৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাম্পাকো ফয়েলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মকবুল হোসেনের ছেলে সৈয়দ তানভীর আহমদ।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে দুবারের সাবেক সংসদ সদস্য। এ ছাড়া বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
বুধবার রাতে তার মৃত্যুর সংবাদ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ গোটা সিলেটে ছড়িয়ে পড়লে সর্বত্রই নেমে আসে শোকের ছায়া।
ড. সৈয়দ মকবুল হোসেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।