মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৪০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯.৪৫ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সুনামগঞ্জে টাস্কফোর্স এর অভিযানে মালিক বিহীন ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকার বেশি হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর উপজেলার সুরমা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় পন্যগুলো হলো, ভারতীয় বেটনো বিটসি, হোয়াই টটোন, পন্ডসব্রাইট ক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ সর্বমোট ৬ হাজার ১শত ৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১ শত ৭০ প্যাকেট বিস্কুট। যার আনুমানিক সিজার মূল্য ৪০ লাখ ১২হাজার ৯ শত ২০ টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) এর সাথে ৭ জন বিজিবি সদস্য অংশ গ্রহণ করে।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রমও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com