রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তাররা হলেন, লিটন ও আবু তাহের। এ সময় তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।
গত সোমবার (৭ মার্চ) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় কতিপয় মাদক কারবারি একটি মিনি ট্রাক নিয়ে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিশেষ অভিযান চালিয়ে মিনিট্রাক থেকে লিটন ও তাহেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকটি তল্লাশি করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, কুমিল্লা থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।