কুমিল্লার তিতাসে শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বেলা ৩টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মো. মোশাররফ হোসেন মুন্সি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন দাউদকান্দি উপজেলা শাখা’র প্রধান উপদেষ্টা মো: মনিরুজ্জামান বাহলুল।
এতে উপজেলা শাখার সাধারন সম্পাদক মু. মফিজুল ইসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন তিতাস উপজেলা শাখা’র প্রধান উপদেষ্টা শামীম সরকার বিজ্ঞ, উপদেষ্টা মো. সালাউদ্দিন সরকার, মোহাম্মদ শাহাদাৎ হোসাইন প্রমুখ। এছাড়াও দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাখার নেতাকর্মীবৃন্দ, সমর্থক ও শতাধিক সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন। পরে দোয়া-মুনাজাত ইফতার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।