শুক্রবার (৭ মার্চ) মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন: ফারুক (৩৮) হত্যা মামলা, রানা (২০), নাছির(৩২), রাজিব সিকদার (২০), মেহেদী হাসান সবজি (২০), মুন্না উরফে বোমা মুন্না (২৪), শুকুর আলী (৩২), জানু (৩৬), রাসেল (৪১), জাবেদ (৩৫), মিঠুন (৩২), শহিদুল ইসলাম সোহেল (৩৯), ইসমাইল (২২), আ. রহিম (৪২), সাইদ (১৯), নাজমুল (২৩), নাদিম (২১), মুরাদ (২৫), আলাউদ্দিন (৩০), জনি (২৩), সোহেল রানা (২২), রেদওয়ান হাসান (২১), সোহাগ (২২), জাহিদ (২০), বোরহান উদ্দিন (২৪), হাসিব মিট্জ (২৩)।