দিয়ার রুহের মাগফিরাত কামনায় দিয়ামনি ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :
দিয়ামনি ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুজ্জামান অপুর্ব’র একমাত্র কন্যা মরহুমা দিয়া জামান সুরমার অকাল মৃত্যুতে ফাউন্ডেশন পরিবার শোক প্রকাশ করে।
উল্লেখ্য, দিয়া জামান সুরমা গত ২৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যকালে দিয়ার বয়স হয়েছিল ১৪ ও রাজধানীর একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো দিয়া।
২৫ জানুয়ারী দিয়া জামান সুরমার মৃত্যুতে স্মৃতি চারণ করে দিয়ামনি ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দিয়ার পিতা মনিরুজ্জামান অপূর্বসহ ফাউন্ডেশনটির সকল সদস্যবৃন্দ।
দিয়া জামান সুরমার রুহের মাগফিরাত কামনায় ৬ রমজান ৭মার্চ শুক্রবার বিকাল ৪ টায় মগবাজার মোড় খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট এর দোতলায় কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ,জায়নামাজ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ,ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দিয়ামনি ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পরিবার।
এসময় উপস্থিত সকল অতিথি,ওলামায়ে কেরাম,মাদ্রাসার ছাত্র,শিক্ষক,সকলের নিকট দিয়া জামান সুরমার রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছে ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দিয়া জামান সুরমার পিতা এবং দিয়ামনি ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও সংগঠনের সাধারন সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্হাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক রিমন মাহফুজ, দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক মাহফুজুর রহমান খান বাবু , এসজি প্রোডাকশনের চেয়ারম্যান মাহবুবা শাহরিন , দি আমব্রেলা ম্যানেজমেন্ট লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম,চলচ্চিত্র শিশু শিল্পী টুনটুনিসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
মনিরুজ্জামান বলেন,দিয়া আমার একমাত্র সন্তান ছিল।মহান রাব্বুল আলামিন দিয়াকে আমাদের ১৪ বছর আগে উপহার দিয়ে ছিল।তার উপহার তিনি আবার নিয়ে গেছেন।এতে আমার কোনো কষ্ট নেই,আমার সন্তানটির জন্য সকলে খাঁসমনে দোয়া করবেন।যাতে সৃষ্টিকর্তা দিয়া কে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে।আমি সব সময় নামাজ পড়ি, মেয়ের জন্য দুইহাত তুলে দোয়া করি।আপনাদের সকলের নিকট দোয়া চাই আমার সন্তানের জন্য।
এ সময় তিনি আরো বলেন,আমার সন্তান যাতে আমাদের কর্মকাণ্ডে সকলের মাঝে বেঁচে থাকে, সে জন্য দিয়ার প্রতিষ্ঠিত দিয়ামনি ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্বেচ্ছাসেবি সংগঠনটি আজ থেকে আমি পরিচালনা করবো।দিয়ার মতো যে সকল ছেলে মেয়েরা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না,তাদের পাশে থাকবে আমার সন্তানের এ দিয়ামনি ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ।