বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭.৫১ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

দীর্ঘ ২২ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (৭ মার্চ) সকালে জেলার বাউফল থানার রহমতনগর, সুর্যমনি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. ফিরোজ বাউফল উপজেলার কবির কাঠি গ্রামের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে।

২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগপত্র অনুযায়ী, তিনি ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং পায়ের রগ কেটে দেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন, যা পরে জিআর নং ২৯৪/০৩ হিসেবে নথিভুক্ত হয়। ২০০৭ সালে আদালত মো. ফিরোজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করেন।

তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরেই গোপনে অবস্থান বদল করে আত্মগোপন করছিলেন তিনি। অবশেষে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com