বিশেষ প্রতিবেদকঃ
দীর্ঘ দেড়মাস পর ডিবি পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইলটি হাতে পেয়ে প্রশংসা করলেন ডিবি পুলিশের।
গত ৪ জানুয়ারি ২০২১ খ্রিঃ সন্ধ্যা ৭ ঘটিকার সময় যাত্রাবাড়ি চৌরাস্তা হতে ভি-৯০ একটি মোবাইল ফোন হারিয়ে যায়।
এ বিষয়ে নঈমউদ্দিন সিকদার (৪২) যাত্রাবাড়ি থানায় বিগত ০৫ জানুয়ারি ২০২১ খ্রিঃ একটি সাধারন ডাইরি করেন। যাহার নং-৩৩২, তাং-০৫-০১-২০২১ খ্রিঃ।
ডাইরি হওয়ার পর ডাইরির দ্বায়িত্বপান এএসআই বিভৃতি মন্ডল। বারবার এএসআই-এর কাছে আবেদনকারী গিয়ে মোবাইলটি উদ্ধারের সহায়তা চান এতে পুলিশ ব্যার্থ হলে “হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন” নামক সংস্থার দ্বারস্থ হলে সংস্থার পক্ষ থেকে ডিবি পুলিশের সাথে যোগাযোগ করা হলে ডিবি পুলিশ নিরলস পরিশ্রম করে নঈমউদ্দিনের মোবাইলটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দেন।
মোবাইল পেয়ে পান দোকানদার নঈমউদ্দিন খুশি হয়ে ডিবি পুলিশের প্রসংশা করে বলেন, গোয়েন্দা পুলিশের নাম শুনেছি আজ দেখলাম তাদের দক্ষ কার্য়ক্রম।
এ বিষয়ে জিডি দ্বায়িত্বপ্রাপ্ত এএসআই বিভৃতি মন্ডল “ক্রাইম নিউজ মিডিয়া”কে ফোন আলাপকালে বলেন, জিডির বিষয়ে আমি তদন্ত করিতেছি মোবাইলটি পাওয়া গেলে আবেদনকারীকে মোবাইলটি ফিরত দেবো এই বলে ফোনের লাইনটি কেটে দেন।