সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত এলাকা থেকে একটি লং রেঞ্জ শুটিং রাইফেল সহ তিনজনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলো, উপজেলার বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাজু আম্মেদ (২১), একই গ্রামের মো. আলতু মিয়ার ছেলে মো. জালাল মিয়া(২৩) ও নূর মোহাম্মদের ছেলে মো. রাসেল মিয়া(২৫)।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ-২৮ বিজিবিতে এক সংবাদ সম্মেলনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জাননো হয়, জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে শামীম ট্রেডার্সের কয়লা পাথর ডিপোর অব্যবহৃত অফিস কক্ষ হতে একটি লং রেঞ্জ শুটিং লাইফেল সহ ৩ জন কে আটক করা হয়।