সিএনএমঃ
সুনামগঞ্জ সেনাবাহিনীর অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাস স্টেশনে এসএ পরিবহন এন্ড পার্সেল সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়।
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ অন্য জেলায় প্রেরণের উদ্দেশ্য প্যাকেটজাত করে এসএ পরিবহনের গাড়িতে তোলার আগ মুহুর্তে জব্দ করে সেনাবাহিনীর এক দল।
অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখার মতিন। এসময় পুলিশ ফোর্স নিয়ে উপ ও পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল রিফাত।
এসকল অবৈধ ভারতীয় পণ্যর মধ্যে আছে ৭ হাজার ৯শ ২০ পিস মেহেদী, ৭শ ২০ পিস জনসন শ্যাম্পু, ২ হাজার ৪শ পিস কেবিজল সাবান, ৮ হাজার ১শ ৮৪ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৬ পিস ডক্টর বিশ্বাস গুড হেলথ প্রোডাক্ট, ৮শ ৬৪ পিস জনসন বেবি লোশন ও বড় ৬ রোল ফ্লোর কার্পেট জব্দ করা হয়েছে।
মালামাল জব্দের পাশাপাশি আটক করা হয় এস পরিবহনে সুনামগঞ্জ শাখার ব্যাবস্হাপক আতাউর রহমান (৪০), পার্সেল সহকারী আব্দুর রহমান (২৬), গাড়ির হেলপার জুবায়ের মিয়া (২৫), এস এ পরিবহনের ক্যাশ অফিসার ফয়সাল কবির, ড্রাইভার দেলোয়ার মিয়া (৫৫)।
এই পণ্য গুলোর আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।