হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৯ এপ্রিল) রাতে তাকে লাখাই থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও পৌনে ২টায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় শামসুল হককে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, শামসুল হকের বিরুদ্ধে পুলিশ এ্যালস্ট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।