নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দরে ইপিলিয়ন গার্মেন্টস এ চাকরি খুঁজতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ (২৪)। এ ঘটনায় মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলা হয়েছে।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, মঙ্গলবার সকাল ১০টায় বন্দর থানার মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরির উদ্দেশ্যে আসেন ওই গৃহবধূ। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৬) তাকে চাকরি দেয়ার কথা বলে পাশ^বর্তি আল বারাকা হাসপাতালের পাশে আলাউদ্দিন মিয়ার টিনশেড বাড়ির পাশে একটি রুমে নিয়ে ধর্ষণ করে। বিকেল ৩টায় তাকে সেখানে রেখে অভিযুক্ত পালিয়ে যায়। ওই নারীর বাড়ি সোনারগাঁ থানার কলতাপাড়া এলাকায়।
ঘটনার পর পরই মোবাইল ফোনে স্বামী ইসমাইল হোসেনকে জানালে স্বামীর সঙ্গে বন্দর থানায় এসে মামলা দায়ের করেন গৃহবধূ।
বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক কুমার সাহা দেশ রূপান্তরকে জানান, চাকরি দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেছে অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য নারীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।