সিএনএমঃ
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খুন ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেছেন, বৃহস্পতিবার (১৩ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৫ জন হলো-আব্দুল্লাহ (২৮), ইসমাইল (২২), কামাল (৬০), রাফি (২৮) ও মুজাহিদ (২৭)।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে, জিআর পরোয়ানাভুক্ত আসামি ১ জন, ডিএমপি মামলার আসামি ১ জন, দস্যুতায় ১ জন, সন্ত্রাস বিরোধ আইনে ১ জন ও খুনের মামলায় ১ জন।
আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।