সিএনএম (বরিশাল)-
বরিশালে মন্দির থেকে তিন ফুট দৈর্ঘ্যের দেড়শ বছরের পুরনো একটি শিবলিঙ্গ চুরি হয়েছে।
নগরের কালীবাড়ী রোডের শ্রী শ্রী কালিমাতার মন্দিরে গত সোমবার (১২ সেপ্টেম্বর)দিনগত রাতের কোন এক সময় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এই কাজ করেছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
মন্দিরের পুরোহিত জানান, প্রতিদিন বেলা ১১টায় তিনি মন্দিরে গিয়ে পূজা দেন। মঙ্গলবার পূজা দিতে মন্দিরে ঢুকে দেখতে পান দরজা ভাঙা ও শিবলিঙ্গ নেই। দেড়শ বছরের পুরনো শিবলিঙ্গের মূল্য কোটি টাকার মতো।
স্থানীয় দোকানি জানান, সোমবার দিনগত রাত দুইটায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময়ে মন্দিরের দরজা ভাঙা দেখতে পেয়েছি।
ওসি আজিমুল করিম জানান, অভিযোগ পেয়েছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে শিবলিঙ্গটি উদ্ধার ও চোরদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।