পাবনা প্রতিনিধিঃ
পাবনায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থাকে প্রত্যয়ন পত্র প্রদান করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: আইয়ুব হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে এই প্রত্যয়ন পত্র প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোভিট-১৯ পরিস্থিতিতে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা করোনা সময়ে জুন থেকে ভলেনটিয়ারিং র্সাভিসের মাধ্যেমে সেচ্ছা সেবক হিসেবে ৭ মাস যাবত সরকারের পাশাপাশি স্বাস্থ্য সেবা দিয়ে আসছে এবং কোভিট-১৯ সময়ে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবদান রাখায় তাদের এই প্রত্যয়ন পত্র প্রদান করা হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: আইয়ুব হোসেন বলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা এভাবে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করলে হাসপাতালের স্বাস্থ্য সেবা অনেকটা সহায়ক হবে তাছাড়া সরকারি সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আমি মনে করি।
মো: আবুল হোসাইন বিশ্বাস জয় চেয়ারম্যান মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, মো: হারুনর আর রশিদ সচিব- মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, মো:মাসুদ রানা চলনবিলের আলোর সম্পাদক ও প্রকাশক-মোঃ রফিকুল ইসলাম রনিসহ সকল সেচ্ছা সেবকবৃন্দ উপস্থিত ছিলেন।