আলমগীর সেলিম
রাজধানীর যাত্রাবাড়িতে মানবাধিকার কর্মী মোঃ নাজমুল ইসলামকে যাত্রাবাড়ি থানার গেইটের পশ্চিম পার্শ্বের রাস্তা হতে ৭-৮ জন সাদা পোষাকধারী লোক তুলে নিয়ে যায়।
শনিবার (২৯ মে) রাত অনুঃ ১১:১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
সূত্রে জানাযায়, মোঃ নাজমুলসহ আরো ২জন যাত্রাবাড়ি থানায় বিশেষ কাজে যান। থানা থেকে বের হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় আসলে ৭/৮ জন সাদা পোষাকধারী লোক লেগুনা থেকে নেমে তাহার দেহ তলাশি করবে বলে তাহাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
এ রির্পোট লেখা পর্যন্ত তাহার মোবাইল নং-০১৭১০ ৬৭২৩৫২ -তে কল দিলে তাহার কোন উত্তর পাওয়া যায়নি।