নাটোর প্রতিনিধিঃ
নাটোরে কৃষক সেজে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকালে তাকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ রাখসার বিল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার এবাদুল্লাহ প্রামাণিক(৪৮) । সে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ।
পুলিশ জানায়, বছরখানেক আগে একটি মাদক মামলায় অভিযুক্ত হবার পর দোষী সাব্যস্ত হলে আদালত এবাদুল্লাহ প্রামাণিককে দুই বছরের কারাদন্ড দেন। কিন্ত তখন তিনি পলাতক ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেয়া উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, এবাদুল্লার অবস্থান জানার পরে পুলিশের পোশাক পরে অভিযান চালালে সে পালিয়ে যাবে। কারণ ফাকা বিলে সব কিছুই দেখা যায়। একারণে লুঙ্গি পরে কৃষক সেজে এবাদুল্লাকে গ্রেফতার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, সোমবার রাতেই এবাদুল্লাাহকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।