সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় রিকশাচালক মারা গেছেন। আহত হয়েছেন রিকশার আরোহীসহ দুজন।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বিবির বাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িটি বেপরোয়া গতিতে কাজলার দিকে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন রিকশাচালক। আহত দুজনকে চিকিৎসার জন্য নেয়া হয় হাসপাতালে।
এই ঘটনায় এলাকাবাসী জড়ো হয়ে সিটি করপোরেশনের গাড়িটিকে জব্দ করে ভাঙচুর চালায়। পরে পুড়িয়ে দেয়। তবে চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।
নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আব্বাস বলেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক ঘটনাস্থলে মারা গেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সকাল ৯টার দিকে সিটি করপোরেশেনের একটি ময়লার গাড়ির আগুন নেভায় তাদের দুটি ইউনিট।