শরৎচন্দ্রের বিলাসী
জাহাঙ্গীর বারী
পার্থিব জগতে যদি তোমাকে না পাই,
কল্পনার জগতে তোমাকে যে চাই।
অভিলাষী হয়ে যদি নাই বা আসো,
শরৎচন্দ্রের বিলাসী হয়ে একটু ভালোবেসো।
কল্পনার মৃত্যঞ্জয় হয়ে থাকব তোমার পিছু পিছু,
প্রেমে থাকবে না ভেদাভেদ উঁচু-নিচু।
বুকের আলিঙ্গনে যদি স্পর্শ করতে না পারি,
অনুভবের আলিঙ্গনে মনটা যায় যেন জুড়ি।
ফুলের মাঝে যদি তুমি না থাকো মিশে,
সুবাস হয়ে এসো আমার নিঃশ্বাসে।
ঝাউবনের শনশনে যদি তোমাকে না পাই,
মহুয়া বনের পবনে তোমাকে যে চাই।
চাঁদ হয়ে যদি নাই আসো আকাশে,
জোনাক হয়ে থেকো আমার পাশে।
সুরের সাধনে যদি গান না শোনাও প্রভাতে,
বিহঙ্গ হয়ে কূজন করিও ভ্রমরের সাথে।
দিবসের আলোক হয়ে যদি না আসো,
রাত্রির আঁধার হয়ে একটু খানি হেসো।
শীতের শিশির কণায় চাই না তোমাকে,
অশ্রুজলের কণা হয়ে থেকো আমার দু চোখে।
যদি না থাকো আমার পাশে অষ্ট প্রহর,
শুধু এক প্রহরের জন্য মনের বন্দরে করো নোঙ্গর।
ঊষার আকাশে শুকতারায় যদি তোমাকে না পাই,
সাঁঝের আধারিতে সন্ধ্যাতারায় তোমাকে যে চাই।