বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮.০০ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গত ১৫ জুন বগুড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। এ ঘটনার পাঁচদিন পর মুরাদুনবী নিশান (২৭) নামে ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরের দিকে জেলার সোনাতলা উপজেলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নিশান বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গত রোববার (১৫ জুন) দুপুরের দিকে বগুড়া শহরের ঝোপগাড়ী এলাকায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

আহতরা হলেন- উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে ধরতে গেলে তিনি হঠাৎ একটি দোকানে ঢুকে পড়েন এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারালো ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেট ও বুকে এবং কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৬ জুন বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার নিশান একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকবিক্রেতার। পুলিশের ওপর হামলা করে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com